স্ত্রী সতী না অসতী তা জানার উপায়ঃ কোন রমনীকে বিবাহ করার পূর্বে তার স্বভাব চরিত্র ও ভাল-মন্দ উত্তমরুপে পরীক্ষা করে এবং জেনে নিতে হবে। কতকগুলো বিষয় থাকে প্রকাশ্য, সেগুলো জানতে কোন বেগ পেতে হয় না। কিন্তু যা গোপন ব্যাপার, বাহির হতে জানার উপায় নেই। যথা কারো চরিত্রে দোষ আছে, কিন্তু গোপনীয়।